মহামারী যুগে যুগে

বিশ্বে বিভিন্ন সময়ে রোগের মহামারীর ইতিহাস অনেক পুরানো। এসব মহামারীতে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। এখানে তেমনি কিছু মহামারীর উল্লেখ করা হল। 

Spanish Flu (H1N1): ১৯১৮-২০ সালে ৫০০ মিলিয়ন লোক আক্রন্ত হয় যার মধ্যে ২০-১০০ মিলিয়ন লোকের মৃত্যু হয়।

Asian Flu (H2N2): ১৯৪৭-৫৮ সালে প্রায় ১ বিলিয়ন লোক আক্রান্ত হয় যার মধ্যে ১-৪ মিলিয়ন লোক মারা যায়।

Hong Kong Flu (H3N2)t ১৯৬৮ -৬৯ সালে প্রায় ১ বিলিয়ন লোক আক্রান্ত হয়ে ১-৪ মিলিয়ন লোক মারা যায়।

Typical Seasonal Flu : প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে হয় যেমন আমেরিকায় অক্টোবর থেকে মে পর্যন্ত সময়টাকে  Flu season বলে, তবে সবচেয়ে বেশী হয় ফেব্রুয়ারী মাসে।

Amirul Islam, MD

I graduated from Chittagong Medical college in 1994 and obtained MBBS degree from Chittagong university. I had post graduate training in Internal medicine from PG hospital in 1995-1996. Did government job under ministry of Local government. Immigrated in USA in 2004, finished residency in IM in 2011 from kings brook Jewish medical center in NY.

Share this :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *