বিশ্বে বিভিন্ন সময়ে রোগের মহামারীর ইতিহাস অনেক পুরানো। এসব মহামারীতে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। এখানে তেমনি কিছু মহামারীর উল্লেখ করা হল।
- ১. গুটি বসন্ত (Small Pox): সবচেয়ে পুরানো ইতিহাস এই মহামারীটির। বলা হয়ে থাকে এটি ১২,০০০ বছর ধরে মোট ৫০০ মিলিয়ন (৫০ কোটি) লোকের মৃত্যু ঘটায়। এখন এটি পৃথিবী থেকে একেবারে বিদায় নিয়েছে টিকার কারনে। সর্বশেষ রোগী ছিল ১৯৭৫ সালে বাংলাদেশের রহিমা বানু নামে তিন বছরের একটি মেয়ে শিশু। ১৯৮০ সালের ৮ই মে বিশ্বকে গুটি বসন্ত মুক্ত ঘোষনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- ২. প্লেগ (Plague): ৫৪১-৫৪২ সালে এই মহামারীতে ২৫ মিলিয়ন লোকের মৃত্যু হয়েছে ইউরোপে যা Justinian Plague নামে পরিচিত। ১৩৪৬-১৩৫৩ সালের মধ্যে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার কিছু দেশে প্রায় ১৪০ মিলিয়ন (১৪ কোটি) লোকের মৃত্যু হয় যা Black Death নামে পরিচিত।
- ৩. কলেরা (Cholera): বিশ্বে এটির মহামারী কয়েকবার হয়েছে যার মধ্যে সবচেয়ে মারাত্বক ছিল ১৮৫২-১৮৬০ সালের মধ্যে যখন ১ মিলিয়ন (১০ লক্ষ) লোকের মৃত্যু হয়।
- ৪. ফ্লু (Flu): Influenza Virus এর সংক্রমনকে Flu বলা হয়। Influenza Virus এর দুইটি জাত Influenza A এবং Influenza B। Influenza A এর আবার কয়েকটি উপজাত আছে যেমন H1N1, H2N2 , H3N2 ইত্যাদি। প্রতি বছরই একটি নির্দিষ্ট সময়ে এর প্রাদুর্ভাব হয়ে থাকে, যেখানে ২-৬ লক্ষ লোক মারা যায়। তাছাড়া বিভিন্ন উপজাত দ্বারা মহামারী হয়ে থাকে যেমন-
Spanish Flu (H1N1): ১৯১৮-২০ সালে ৫০০ মিলিয়ন লোক আক্রন্ত হয় যার মধ্যে ২০-১০০ মিলিয়ন লোকের মৃত্যু হয়।
Asian Flu (H2N2): ১৯৪৭-৫৮ সালে প্রায় ১ বিলিয়ন লোক আক্রান্ত হয় যার মধ্যে ১-৪ মিলিয়ন লোক মারা যায়।
Hong Kong Flu (H3N2)t ১৯৬৮ -৬৯ সালে প্রায় ১ বিলিয়ন লোক আক্রান্ত হয়ে ১-৪ মিলিয়ন লোক মারা যায়।
Typical Seasonal Flu : প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে হয় যেমন আমেরিকায় অক্টোবর থেকে মে পর্যন্ত সময়টাকে Flu season বলে, তবে সবচেয়ে বেশী হয় ফেব্রুয়ারী মাসে।
- ৫. এইডস (AIDS): ১৯৮১ সালে এই রোগটি আসার পর এ পর্যন্ত প্রায় ৬৬ মিলিয়ন লোকের মৃত্যু হয়েছে।
-
৬. করোনা ভাইরাস (Coronavirus): ২০০৩ সালে SARS (Severe Acute Respiratory Syndrome) যা SARS-CoV নামে পরিচিত। এর প্রার্দুভাবে ৮,০০০ লোক আক্রন্ত হয় যার মধ্যে ৭৭৪ জন মারা যায়।
২০১২ সালে MERS (Middle East Respiratory Syndrome) Coronavirus যা MERS-CoV নামে পরিচিত । এর প্রাদুর্ভাবে ২,৪৯৪ জন আক্রান্ত হয়ে ৮৫৮ জন মারা যায়। এর উৎপত্তি ছিল সৌদি আরবে। মৃত্যু হার ছিল ৩৪%।
২০১৯ সালের নভেম্বরে SARS-CoV2 ভাইরাসটি যা COVID-19 নামে পরচিতি, চীনে উৎপত্তি হয়ে দ্রত বিশ্বের ১৮০ টি দেশে ছড়িয়ে পড়ছে। এর্পযন্ত ৩৭৩,০০০ আক্রান্ত হয়ে ১৬,৫০০ জন মারা গিয়েছে। - ৭. হাম (Measles): ২০১২ সালে এর প্রাদুর্ভাবে ১২২,০০০ লোকের মৃত্যু হয়।
- ৮. ইবোলা ভাইরাস (Ebola Virus): ২০১৪-২০১৬ সালে এর প্রাদুর্ভাবে পশ্চিম আফ্রিকায় ১১,৩০০ লোকের মৃত্যু হয় যেখানে মৃত্যু হার ছির ৪০%।

Amirul Islam, MD
I graduated from Chittagong Medical college in 1994 and obtained MBBS degree from Chittagong university. I had post graduate training in Internal medicine from PG hospital in 1995-1996. Did government job under ministry of Local government. Immigrated in USA in 2004, finished residency in IM in 2011 from kings brook Jewish medical center in NY.